দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ ২০২৫

দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ ২০২৫ এর জন্য প্রস্তাব জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে।

টিআইবির পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল শ্রদ্ধেয় সাংবাদিকের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা রইলো।

যে-কোনো বাংলা ও ইংরেজি জাতীয় এবং আঞ্চলিক সংবাদপত্র ও অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক।

বিটিভি, বেসরকারি টিভি চ্যানেলসমূহ এবং রেডিও- তে কর্মরত সাংবাদিক।

ফেলোশিপ প্রাপ্তির যোগ্যতা

  • • সংবাদপত্র, টেলিভিশন, রেডিও এবং অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত ও ন্যূনতম ৩ বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা;
  • • ন্যূনতম একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রণয়ন/প্রস্তুত করার অভিজ্ঞতা; এবং
  • • বয়স সর্বোচ্চ ৪০ বছর।
pdf download

প্রস্তাব জমা দেওয়ার আগে নির্দিষ্ট নিয়মাবলী সতর্কতার সঙ্গে পড়ুন

  • • দুইটি বিভাগেই প্রস্তাবসমূহ নির্ধারিত ফরম্যাট ও নিয়ম মেনে শুধুমাত্র https://ijf.ti-bangladesh.org/ এই ঠিকানায় অনলাইনে জমা দেওয়া যাবে। সশরীরে, ডাকযোগে, কুরিয়ার সার্ভিস, ই-মেইল বা অন্যকোনো মাধ্যমে পাঠানো কোনো প্রস্তাব মূল্যায়নের জন্য বিবেচিত হবে না।
  • • প্রস্তাব জমা দেওয়ার ক্ষেত্রে অনলাইনে নির্ধারিত বিভাগের জন্য নির্দিষ্ট ফরমটি নির্বাচন করে প্রয়োজনীয় সকল তথ্য যথানিয়মে পূরণ করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র যথাস্থানে আপলোড করতে হবে। অসম্পূর্ণ ফরম কোনোভাবেই মূল্যায়নের জন্য গৃহীত হবে না।
  • • আবেদনকারীর কর্মপ্রতিষ্ঠানের সম্পাদক/নির্বাহী প্রধান এর স্বাক্ষরিত অভিজ্ঞতার সনদ ও ফেলোশিপে অংশগ্রহণের অনুমতিপত্রের স্ক্যান কপি অনলাইন ফরমের নির্ধারিত স্থানে যথানিয়মে আপলোড করতে হবে।
  • • আবেদনকারীর সংক্ষিপ্ত ‘‘জীবন বৃত্তান্ত’’ অনলাইন ফরমের নির্ধারিত স্থানে অবশ্যই আপলোড করতে হবে।
  • • আবেদনকারীকে সর্বোচ্চ ১ হাজার শব্দের মধ্যে উল্লিখিত বিষয়সংশ্লিষ্ট একটি অনুসন্ধানী প্রতিবেদনের ‘‘প্রস্তাব ও পরিকল্পনা’’ অনলাইন ফরমের নির্ধারিত স্থানে অবশ্যই আপলোড করতে হবে।
  • • প্রস্তাবে প্রতিবেদনের যৌক্তিকতা, ফেলোশিপ কর্মসূচির প্রত্যাশিত ফল এবং মাঠ-কর্মকাণ্ডের পরিকল্পনা, সময়সূচি ও সম্ভাব্য বাজেট উল্লেখ করতে হবে।
  • • আবেদনকারী কর্তৃক প্রণীত বা প্রস্তুতকৃত একটি অনুসন্ধানী প্রতিবেদন, যা ইতোমধ্যে প্রকাশিত বা প্রচারিত হয়েছে, তা অনলাইন ফরমের নির্ধারিত স্থানে অবশ্যই আপলোড করতে হবে।
  • • ইতিপূর্বে যারা টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ পেয়েছেন তারা এই ফেলোশিপের জন্য আর বিবেচিত হবেন না;

টিআইবি ট্রাস্টিবোর্ড কর্তৃক মনোনীত জুরি বোর্ড, প্রার্থী প্রদত্ত সকল তথ্য, প্রস্তাব, পরিকল্পনা মূল্যায়ন এবং সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্ত ফেলো নির্বাচন করবেন। চূড়ান্ত ফেলো নির্বাচনের দিন থেকে (টিআইবি নির্ধারিত পরামর্শকের সহায়তায়) প্রতিটি ফেলোশিপের জন্য সময়কাল সর্বোচ্চ তিন মাস।

প্রস্তাব জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে

যোগাযোগ: পরিচালক, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)
মাইডাস সেন্টার, লেভেল ৪ ও ৫, বাড়ি ০৫, সড়ক ২৭ (পুরাতন) ১৬ নতুন, ধানমন্ডি, ঢাকা ১২০৯
প্রয়োজনে যোগাযোগ করুন - ০১৭৫৫৫৪৮৪২১